শুভদীপ সিং সিধুকে মনে আছে? সিধু মুসেওয়ালা নামেই পরিচিত ছিলেন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক। ২০২২-এ দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। সিধুর মায়ের অন্তঃসত্ত্বা খবর সামনে এসেছে।
পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে সূত্র মারফত ৫৮ বছরের চরণ কৌরের (Charan Kaur) গর্ভবতী হওয়ার খবর জানা গিয়েছে। খুব শিগগির তিনি সন্তানের জন্ম দেবেন বলেও খবর। প্রয়াত গায়কের বাবার বয়স ৬০।
২০২২ সালে পঞ্জাবের মানসা থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সিধু। ভোট লড়াইয়ে তিনি পরাজিত হন। সে বছরেই ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে তিনি খুন হন।