প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম । যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে । বৃষ্টি এখনও বেশ কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এদিকে, খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ি রাস্তায় নতুন করে ধস নামছে । যার ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে । উত্তর সিকিমে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন । রবিবার তাঁদের উদ্ধারের কাজ শুরু হলেও, পরে খারাপ আবহাওয়ার জন্য তা থমকে যায় । সিকিম প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুরু হবে উদ্ধারকাজ ।
রবিবার বৈঠক করেন লাচুংয়ের প্রশাসনিক কর্তারা । সূত্রের খবর, ওই বৈঠকেই বলা হয়, আবহাওয়ার যা পরিস্থিতি, সোমবারও উদ্ধারকাজ করা সম্ভব হবে না । তার পরিবর্তে মঙ্গলবার থেকে পুরোদমে উদ্ধারকাজ শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, ওই বৈঠকে এও জানানো হয়েছে, সোমবার যদি আবহাওয়ার পরিস্থিতি ঠিক থাকে, তাহলে এয়ারলিফ্টের মাধ্যমে পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হতে পারে । সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর ।
টানা বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়েই চলেছে। একাধিক রাস্তা ভেসে গিয়েছে। স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। শুধু তিস্তা নয় উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তরও বেড়েছে। দার্জিলিং, কালিম্পঙের পরিস্থিতিও বেশ শোচনীয় ।