পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার সেখানকার বিধানসভা এলাকা বিন্যাসেরও ঘোষণা করে দিল কেন্দ্র। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় ২৪টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে। পাশাপাশি ওই জায়গা ভারতের বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের একজন প্রতিনিধিকেও রাখা হয়েছে।
লোকসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এবারে যে বিলগুলি পাশ হওয়ার কথা তার মধ্যে গুরুত্বের বিচারে উপরে রয়েছে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল। বুধবার ওই বিল নিয়ে আলোচনা হয়। সেসময়ই বিধানসভা বিন্যাসের বিষয়টি ঘোষণা করেন।
অমিত শাহ বলেন, "পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।" এর সঙ্গে তিনি জানান, ২০১৯ সালের ৫ অগাস্ট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার জন্য কাশ্মীরের আমূল পরিবর্তন হয়েছে।