শুক্রবার রাত থেকেই উদ্ধারকাজ চলছে। শনিবার বালাসরের (Balasor) দুর্ঘটনাস্থল থেকে ২৮৮টি দেহ উদ্ধার হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাওড়া-চেন্নাই আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে (South Eastern Rail Cancel)। পরিষেবা চালু করতে এবার উদ্যোগ নিল রেল। শনিবার রাত থেকেই কাজ শুরু করেছেন রেলকর্মীরা। জানালেন, দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও আদিত্য কুমার চৌধুরী।
শনিবার রাতে রেলকর্মীরা দুর্ঘটনাস্থল পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করেছে। আনা হয়েছে ক্রেন। উদ্ধারকাজের পাশাপাশি রেলের পরিষেবা যত দ্রুত ফেরানো যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। আদিত্য চৌধুরী বলেন, "রেলের গোটা টিম ঘটনাস্থলে আছে। ক্রেন আনা হয়েছে। লাইটের ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের কাজ করছি। যাতে পরিষেবা দ্রুত চালু করা যায়।"
আরও পড়ুন: ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় সিস্টেম, ২৮৮ জনের মৃত্যুতে সেই সিগন্যালকেই দুষছে রেল
শনিবার দুপুর পর্যন্ত রেল সূত্রে খবর, ওড়িশার তিনটি ট্রেনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। আহত হয়েছেন ১০০০ জনের বেশি। ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে উন্নত পরিকাঠামোর মাধ্যমে চিকিৎসার আয়োজন করেছে কেন্দ্র।
শনিবারই ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার।