উত্তরপ্রদেশে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় (UP Road Accident) মৃত্যু ১০ তীর্থযাত্রীর (Pillgrims)। আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার ভোরে জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে একটি ট্রাক। সেই ট্রাকে হরিদ্বার থেকে তীর্থযাত্রা করে ফিরছিলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে পিলভিটের গজরাউলা থানা এলাকায়। পিলভিটের জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। নিহত ও আহতদের পরিবারকে খবর দিয়েছে প্রশাসন।
পুলিশ সূত্রে খবর, একটি ট্রাক ভাড়া করে হরিদ্বারে (Haridwar) তীর্থযাত্রা করতে গিয়েছিলেন ১৭ জন। বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশের লখিমপুরে ফিরছিলেন তাঁরা। আচমকা জাতীয় সড়কের পাশে একটি বড় গাছে ধাক্কা মারে ট্রাকটি। তাতেই মৃত্যু হয় ১০ তীর্থযাত্রীর। আহত ৭ জনের মধ্যে গুরুতর আহত ৫ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরেলির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি বাসভবন ছেড়ে পৈতৃক ভিটেয় উদ্ধব, মহারাষ্ট্রে পালাবদলের জোর জল্পনা
পুলিশের প্রাথমিক অনুমান, ভোরে কুয়াশা থাকায় দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও গাড়ির গতি বেশি ছিল বলেও মনে করা হচ্ছে। এরফলেই কোনওভাবে ব্রেক ফেল করে জাতীয় সড়কের পাশের গাছটিতে ধাক্কা লাগে ট্রাকটির। চালকের অসতর্কতার কারণেও দুর্ঘটনা হতে পারে বলে মনে করছে পুলিশ।