চাঁদের গিয়ে প্রথম বারের মতো বাধা পেল রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে ঘোরাঘুরি করার সময় একটি ছোট গর্তের সামনে চলে আসে সে। গর্তের গভীরতা ছিল ১০০ মিলিমিটার। ওই গর্তটি সফল ভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছে সেটি।
গত ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। তারপর থেকেই চাঁদের একাধিক ছবি তুলেছে সেটি। ওই এলাকায় অপেক্ষাকৃত বেশি রয়েছে একাধিক গর্ত, পাথর ও ঢিবি। ফলে সেখানে হাঁটাহাটি করার সময় গর্তের সামনে চলে আসে প্রজ্ঞান।
ল্যান্ডার বিক্রমের অবতরণের পর পেটের ভিতর থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান। তারপর থেকেই ধীরে ধীরে চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে সেটি। একাধিক তথ্য ইতিমধ্যে সংগ্রহ করেছে সেটি। সেই সব তথ্য ইতিমধ্যে পৃথিবীতে পাঠাচ্ছে সেটি।
Read More- ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ছাড়াই, শুধুমাত্র স্টেম সেল ব্যবহারে বিজ্ঞানীরা তৈরী করেছেন ভ্রূণ
ISRO-র তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রজ্ঞান সঠিকভাবে কাজকর্ম করছে। কোনও সিস্টেমে সেভাবে গোলমাল হয়নি। ১৪ দিন কাজ করবে সেটি। কারণ সূর্যের আলোতেই একমাত্র সক্রিয় থাকবে সেটি।