চাঁদের অবতরণের পর কেটে গেছে প্রায় এক সপ্তাহ। ইতিমধ্যে বেশ কিছু কাজ সেরেছে রোভার প্রজ্ঞান। আরও কয়েকদিন সেখানে থাকবে সে। ছয় চাকার ওই রোভার ঘুরে বেড়াচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে।
ISRO-র তরফে জানা গিয়েছে, প্রজ্ঞানে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র বসানো আছে। যার মাধ্যমে নিয়মিত চাঁদের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ISRO। আগামী কয়েকদিনও একই কাজ করবে।
চন্দ্রযান ৩ পাঠানোর মূল তিনটি উদ্দেশ্য ছিল ISRO-র। তার মধ্যে প্রথমটি ছিল চন্দ্রযানকে সঠিকভাবে ল্যান্ড করানো। দ্বিতীয়টি ছিল চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানকে হাঁটানো। এবং তৃতীয়টি হল সেখান থেকে তথ্য সংগ্রহ। প্রথম দুটির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হলেও তৃতীয় কাজটি করছে প্রজ্ঞান।
Read More- চন্দ্রযান ৩ ছুঁল চাঁদের মাটি, ইতিহাস রচনা ভারতের
২৩ অগাস্ট সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে ল্যান্ড করে চন্দ্রযান ৩। এর কয়েক ঘণ্টা পর ল্যান্ডার থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তখন থেকেই একাধিক বিষয়ে তথ্য পাঠাচ্ছে সেটি।