বুধবার ঘড়িতে কাঁটায় কাঁটায় সন্ধে ৬টা ৪মিনিট। ঠিক সেই সময়েই চাঁদের মাটি স্পর্শ করল চন্দ্রযান ৩। এর ঠিক ১৪ ঘণ্টা পর ISRO-র তরফে টুইট করে জানানো হল, ৪০ দিনের অভিযান সফল। বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে আসল কাজ করবে এই রোভারই।
প্রজ্ঞানের মোট ছটি চাকা রয়েছে। কিন্তু গতি খুবই কম। সেকেন্ডে মাত্র ১ সেন্টিমিটার যেতে পারবে রোভার প্রজ্ঞান। চাঁদের একাধিক জায়গায় ঘুরে বেড়াবে এবং তথ্য সংগ্রহ করবে। এবং সেই তথ্য ল্যান্ডার বিক্রমে পাঠাবে। তারপর সেই তথ্য ল্যান্ডার থেকে পৃথিবীতে আসবে।
বিক্রম যখন ল্যান্ড করেছে তখন সেখানে সবে মাত্র ভোর হয়েছে। তাই ধীরে ধীরে কাজ শুরু করেছে রোভার প্রজ্ঞান। সৌরশক্তি ছাড়া রোভার কোনও কাজ করতে পারবে। সেকারণে এমন সময়ে চন্দ্রযান ল্যান্ড করেছে যখন সেখানে দিন।
Read More- চন্দ্রযান-৩-এর সফল অবতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যাদবপুরের, কী বলছেন অমিতাভরা
হিসেব মতো চাঁদের ১৪ দিন দিন এবং ১৪ দিন রাত থাকে। ফলে যতদিন দিন থাকবে ততদিন রোভার প্রজ্ঞান কাজ করবে। তারপর আর রোভারের কাজ করার ক্ষমতা থাকবে না। সেই অনুযায়ীই যাবতীয় পরিকল্পনা করেছে ISRO।
প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক ক্যামেরা রয়েছে। এমনকী চাঁদের মাটিতে জাতীয় পতাকা এবং ইসরোর লোগো এঁকে দেবে সেটি।