তারকার আলোয় বিভোর আজ অযোধ্যা। একদিকে বলিউড। অন্যদিকে ক্রীড়া নক্ষত্ররা। রাম মন্দিরের প্রাঙ্গন আলো হল সচিন, কুম্বলে, মিতালিদের উপস্থিতিতে। রবিবারই অযোধ্যা চলে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে ও মিতালি রাজ। সোমবার সকালে অযোধ্যায় এসে হাজির হলেন সচিন।
মন্দিরে দাঁড়িয়েই মিতালি রাজ জানিয়েছেন, এমনই একটা দিনের অপেক্ষায় ছিলেন তিনি। ভারতের মাটিতে রাম মন্দিরের উদ্বোধন যেন উৎসব। আর সেই উৎসবে হাজির থাকতে পেরে তিনি আনন্দিত।
এদিন স্বস্ত্রীক মন্দিরে এসেছিলেন আর এক ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। তিনি জানিয়েছেন, ঐতিহাসিক এই দিনের সাক্ষী হতে পেরে তাঁর খুব ভাল লেগেছে। তাঁরা বারবার অযোধ্যা আসবেন বলেও জানিয়েছেন কুম্বলে।