এবার চাকরিতে যোগ দিলেন সাক্ষী মালিক। চাকরি, অনুশীলন, কুস্তি ছেড়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে ছিলেন সাক্ষী। যদিও তিনি জানিয়েছেন, আন্দোলন এবং ন্যায়বিচার থেকে সরে দাঁড়ানোর কোনও প্রশ্নই উঠছে না।
জাতীয় কুস্তি ফেডরেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। তারপর ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন সাক্ষী, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। অভিযুক্তর গ্রেফতারির দাবিতে যন্তর মন্তরের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন করেন তাঁরা।
এদিকে রবিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাক্ষী মালিক সহ চার কুস্তিগীর। জানা গেছে, তদন্তের গতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন তাঁরা।