মৌলবাদী হামলার শিকার হওয়া ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমন রুশদি একটি হাত এবং একটি চোখ হারালেন। চলতি বছর অগাস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ভয়াবহ হামলা হয়েছিল তাঁর উপরে। একটি সাহিত্য সভায় অংশ নিয়েছিলেন তিনি৷ রুশদিকে অন্তত ১২ বার ছুরি দিয়ে আঘাত করা হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও বড় দাম দিতে হল লেখককে। রবিবার, ২৩ অক্টোবর তাঁর এজেন্ট জানিয়েছেন, একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন রুশদি। তাঁর একটি হাত অবশ হয়ে গিয়েছে।
এতদিন পর্যন্ত রুশদির উপর হওয়া হামলার তীব্রতা নিয়ে ধেঁয়াশা ছিল। স্প্যানিশ পত্রিকা এল পাইসকে রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছেন, লেখকের ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। একটি হাতে স্নায়ু কেটে গিয়েছিল। সেই হাতটি অক্ষম হয়ে গিয়েছে। রুশদির বুকে এবং শরীরে অন্যান্য অংশে আরও প্রায় ১৫টি ক্ষত রয়েছে।
রুশদির উপর আক্রমণের কারণ তাঁর লেখা বই 'স্যাটানিক ভার্সেস'। আটের দশক থেকেই এই বইটির জন্য ইরান রাষ্ট্রের চক্ষুশূল তিনি৷ তবে তাঁর উপর হামলাকারী ২৪ বছরের হাদি মাতার সঙ্গে যোগসূত্র অস্বীকার করেছে ইরান।