১৫ বছর আগে আলাদা হয়েছেন দুজন। তবে প্রাক্তন স্বামী সলমন রুশদির উপর হামলার খবর জানার পর ঘুম উড়ে গিয়েছিল পদ্মালক্ষ্মীর। সুস্থতার খবর পেয়ে, টুইটও করেছেন তিনি। জানিয়েছেন, রুশদির সুস্থ হওয়ার খবর পেয়ে তিনি স্বস্তি পেয়েছেন।
মাত্র ৩ বছরের দাম্পত্য জীবন কাটান সলমন রুশদি ও পদ্মালক্ষ্মীর। ২০০৪ সালে তাঁরা বিয়ে করেন। ২০০৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। মডেল-অভিনেত্রীর সঙ্গে সলমন রুশদির বয়সের ফারাক প্রায় ২৪ বছর। কিন্তু তাঁদের সম্পর্কের রসায়ন ছিল চোখে পড়ার মতো। পরে অবশ্য দুজনের পথ আলাদা হয়ে যায়। শুক্রবার সাহিত্যিক সলমন রুশদির উপর হামলার পর প্রতিক্রিয়া দেন তিনি। অবশেষে তিনি মুখ খুললেন তিনি। রুশদির উপর হামলার ঘটনা শুনে ভাষা হারিয়ে ফেলেন পদ্মালক্ষ্মী।
শুক্রবার সলমনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। ভেন্টিলেশনে রাখতে হয় তাঁকে। সেই নিয়ে টুইট করেন রুশদির প্রাক্তন স্ত্রী। তিনি টুইটে লেখেন, "শুক্রবারের দুঃস্বপ্নের পর আমি এখনও ভীত ও ভাষাহীন। তবে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচলাম।"