অনেকদিন ধরেই দেশের নানা প্রান্তে সমকামী থেকে প্রান্তিক লিঙ্গের মানুষরা নিজেদের দাবি-দাওয়া অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন। এবার সেই আন্দোলনেরই জেরেই আরও একটা নতুন পথ খুলে গেল। এবারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে আর কোনও বাধা নেই এলজিবিটি কমিউনিটির।
সমকামী যুগলদের জয়েন্ট অ্যাকাউন্ট খোলায় আর রইল না কোনও নিষেধাজ্ঞা। শুধু তাই নয় সমকামীরা তাঁদের অ্যাকাউন্টের নমিনিও করতে পারবেন তাঁর পার্টনারকে। অর্থাৎ সমকামী যুগলের কারও মৃত্যু হলে, তাঁর সমস্ত অর্থ পাবেন তাঁর সঙ্গী। সেক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ আসবে না এর মধ্যে।
২০২৩ সালে ১৭ অক্টোবর একই বিষয়ে একটি আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অধিকার চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিয়া চক্রবর্তী নামে এক প্রতিনিধি।
সুপ্রিম আদালত বলেছিল, এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য বৈষম্য বিরোধী আইন থাকা প্রয়োজন। তাঁদের একটি পরিবার হিসাবে দেখে আর্থিক সুবিধা, আইনি অধিকার, কর্মসংস্থানের আইন প্রণয়নের উপরেও সুপারিশ করল আদালত।