সমলিঙ্গ বিবাহের মতো জটিল আইনি বিষয়ের ভার সংসদের হাতে থাকা উচিত বলে মনে করে কেন্দ্র। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতত্বে তৈরি সাংবিধানিক বেঞ্চের কাছে কথা একথাই জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই ইস্যুতে শুরু থেকে বিরোধিতা করে আসছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রের দবি, এটা একটা শহুরে বিষয় ছাড়া আর কিছুই নয়। যদিও এই ব্যাপারে কেন্দ্রীয় মতে সঙ্গে একমত নন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
সমকামিতা যে শহুরে বিষয় নয়, তা কেন্দ্রকে স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। ইতিমধ্যেই এই ব্যাপারে সব রাজ্যের থেকে হলফনামা দাবি করেছেন তিনি। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর থেকে সমকামিতা যে অপরাদ নয়, তা কেন্দ্রকে মনে করিয়ে দিয়েছেন চন্দ্রচূড়।
যদিও এই ব্যাপারে নিজেদের মতেই অনড় কেন্দ্র। ভারতীয় সংস্কৃতির প্রেক্ষাপটে সমলিঙ্গের বিবাহ অধিকার পরিপন্থী বলেই দাবি কেন্দ্রের। সেই কারণেই বারেবারে সুপ্রিম কোর্টের কাছ থেকে এই ইস্যুতে বল নিজেদের কোর্টের টানতে চায় কেন্দ্র।