শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলায় প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে তলব সিবিআইয়ের। তাঁকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে। সমীরের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের মামলা রুজু করা হয়েছে।
সূত্রের খবর, আরিয়ানকে ছাড়তে প্রায় ২৫ কোটি টাকা চেয়েছিলেন সমীর। সেই রিপোর্টের উপর ভিত্তি করে সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। সিবিআই সূত্রের খবর, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এরপরই মামলা দায়ের করে সিবিআই।
সমীর দিল্লি হাই কোর্টের কাছে সমন বন্ধ করার অনুরোধ করেছিলেন। এরপর হাই কোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। মুম্বই হাই কোর্টেও আবেদন করতে পারবেন সমীর ওয়াংখেড়ে।
সিবিআই জানিয়েছে ২২শে মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি হবে না। সিবিআই-এর থেকে তিনি লিখিত অনুমোদন নিলে গ্রেফতার করা হবে না তাঁকে।
২ বছর আগে মুম্বইয়ের উপকূলে ভাসমান প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেন সমীর। ২২ দিন জেলে থাকার পর জামিন পান আরিয়ান খান। ২০২২ সালের মে মাসে সাক্ষ্যপ্রমাণের অভাবে সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।