সুপ্রিম কোর্টের নির্দেশ মত নির্বাচনী কমিশনের কাছে তথ্য জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বরও রয়েছে ওই রিপোর্টে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই ওই তালিকা জমা করল SBI।
কী হয়েছিল?
নির্বাচনী বন্ড সংক্রান্ত সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের শীর্ষ আদালত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়। যদিও SBI সব তথ্য প্রকাশ করেনি বলে অভিযোগ ওঠে। ফের সুপ্রিম কোর্ট সমস্ত তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয়।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দেয়, বিকেল ৫টার মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে। সেই নির্দেশ মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রমিক নম্বর সহ নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য জমা দিল কমিশনে।