সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি, এই মামলার শুনানিতে সোমবার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করার নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী ১৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সোমবার এই মামলাকে 'মৌলিক গুরুত্ব' বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলাকে সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি চেয়ে দেশের একাধিক আদালতে আবেদন করা হয়। রবিবারই এই নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে আপত্তি জানায় কেন্দ্র। এদিন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ১৮ এপ্রিল শুনানির লাইভ সম্প্রচার হবে। শীর্ষ আদালত জানায়, এই নিয়ে যা সিদ্ধান্ত হবে, তার উপর সমাজে প্রভাব পড়বে।
২০১৮ সালে সমকামিতা নিয়ে যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রায় দেয়, সমকামিতা অপরাধ নয়। এরপরই সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি নিয়ে দাবি জোরাল হয়।
আরও পড়ুন- Shantanu Banerjee: 'মাস্টারমাইন্ড কুন্তল ঘোষ', আদালতে যাওয়ার পথে অভিযোগ ধৃত শান্তনুর