সমলিঙ্গ সম্পর্ককে বৈধতা দিলেও সমলিঙ্গ বিয়ের পক্ষে রায় দিল না দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায় ঘোষণায় রীতিমতো হতাশ দেশের সমকামী-এলজিবিটিকিউ সম্প্রদায়ের অগণিত মানুষে।
যদিও শুনানী চলাকালীন শুনানি চলাকালীন বিয়ে নিয়ে খুবই ইঙ্গিতবাহী পর্যবেক্ষণ সামনে আনল আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।’’ সমকাম কোনও শহুরে বিষয় নয় বলেও উল্লেখ করলেন প্রধান বিচারপতি।
রায় দানে আদালত জানিয়েছে, সমলিঙ্গ বিয়ের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই, সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নিক।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গত ১১ মে এই মামলার রায় নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত রেখেছিল। তার আগে টানা ১০ দিন ধরে চলেছিল শুনানি।
প্রধান বিচারপতি ছাড়া এই মামলায় সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যেরা হলেন, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এস নরসিংহ।