নয়ডার স্পেকট্রাম মলে ভয়াবহ বচসা এবং মারামারিতে জড়িয়ে পড়লেন একটি রেস্তোরাঁয় খানাপিনা করতে আসা ক্রেতা ও ওই রেস্তরাঁর কর্মীরা। ঘটনার ভিডিয়ো অচিরেই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একে অপরকে লাথি-ঘুষি মারছে দু'পক্ষের লোকজন। তারপর ঘষে ঘষে টেনে নিয়ে যাচ্ছে ওই স্পেকট্রাম মলের মধ্যে।
পুলিশ জানিয়েছে, ওই ডিউটি ফ্রি রেস্তরাঁ কাম বারে সার্ভিস চার্জ দেওয়া নিয়ে ক্রপতা ও রেস্তরাঁর কর্মীদের মধ্যে বচসা লেগে যায়। ১২-১৩ জন ক্রেতা একসঙ্গে খেতে এসেছিলেন। তারপর বিল দেওয়ার পরেই দু'পক্ষের ঝামেলা শুরু হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ভিডিয়োতে যাঁদের দেখতে পাওয়া যাচ্ছে, তাঁদেরও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।