তাঁর মোবাইল ফোন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল বাজেয়াপ্ত করেছে সিবিআই। এমনটাই জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জানা গিয়েছে, দিল্লি আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে সিবিআই তল্লাশি চালায় সেখানে। উল্লেখ্য, শুক্রবার সকালে মণীশের বাড়ি হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর বাড়ির পাশাপাশি ২০টি এলাকাতেও তল্লাশি চালায় সিবিআই।
শুক্রবারই দিল্লির উপমুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, তিনি এমন কিছু করেননি, যার জন্য তাঁকে এই সিবিআই তল্লাশিকে ভয় পেতে হবে। সিবিআই অভিযান নিয়ে টুইটারে দিল্লির উপমুখ্যমন্ত্রী লেখেন, "ভোরে এসে সিবিআই গোটা বাড়িতে তল্লাশি চালায়। আমি এবং আমার বাড়ির প্রত্যেকে তাঁদের পূর্ণ সহযোগিতা করেছি। তাঁরা আমার মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন। পাশপাশি, তাঁরা বেশকিছু ফাইল বাজেয়াপ্ত করেছেন।"
সিবিআই তল্লাশিকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি সরকার নিজেদের সুবিধার্থে কাজ লাগাচ্ছে। উল্লেখ্য, প্রায় ১৫ ঘন্টা ধরে সিসোদিয়ার বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা।