ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে (Uttarakhand Bus Accident)। যমুনা নদীর উপত্যকার খাদে পড়ে গেল তীর্থযাত্রি বোঝাই বাস। চারধামের(Char Dham) জন্য রওনা দিয়েছিলেন তীর্থযাত্রিরা। কিন্তু তা অধরাই থেকে গেল। রবিবার সেই বাস খাদে পড়তেই মৃত্যু হল অন্তত ২২ জনের। কয়েক জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে এসডিআরএফ(SDRF) টিম। চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কারণ, মৃতরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা।
মধ্যপ্রদেশের(Madhya Pradesh) পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। ছিলেন অন্তত ২৮ জন তীর্থযাত্রি। কিন্তু উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী(Yamunotri) জাতীয় সড়কে ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনাটি। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে উল্টে যায় বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার(DGP Ashok Kumar)।
আরও পড়ুন- Bengali soldier died in Assam: বন্যাবিধ্বস্ত অসমে মৃত্যু বাঙালি জওয়ানের, শোকের ছায়া অশোকনগরের বাড়িতে
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর(PMO) দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির(CM Pushkar Singh Dhami) সঙ্গে। মৃতদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে টুইটও করেছেন তিনি।