উত্তরপ্রদেশের একটি শো রুমে ভয়াবহ আগুন । সোমবার ওই শো-রুমে আগুন লাগে । দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও । টানা ১০ ঘণ্টার চেষ্টায় অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী । তবে ব্যস্ত সময়ে আগুন লাগায় বেশ কয়েকজন সেখানে আটকে পড়েন । ঘটনায় পুড়ে মৃত্যু হয় চারজনের । ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার সিপ্রি বাজার এলাকার ।
জানা গিয়েছে, সিপ্রি বাজার এলাকায় তিনতলা বিল্ডিংয়ে রয়েছে বৈদ্যুতিন যন্ত্রপাতির এক নামী শো রুম । সোমবার সেখানেই হঠাৎ আগুন লাগে । মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । শো রুমের পাশের খেলনার দোকানেও মুহূর্তে আগুন ছড়িয়ে যায় । আটকে পড়েন অনেক । দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু করেন । উদ্ধার করা হয় আটকে পড়া মানুষদের । তবে, ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় তিনজনের । আর একজন আহত মহিলাকে জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু পরে তাঁর মৃত্যু হয় । জানা গিয়েছে, তিনি স্থানীয় একটি বিমা সংস্থার সহকারী ম্যানেজার ।
কী কারণে আগুন লাগল তা জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।