করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় ((Coromondel Express Accident) ) অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে । আহত ১৭৯ জন । তাঁদের বালেশ্বর হাসপাতালে চিকিৎসা চলছে । এখনও উদ্ধার কাজ চলছে । হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । ট্রেন দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও ।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। সন্ধেবেলায় ওড়িশার বালেশ্বরের কাছে পৌঁছতেই লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস । মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে খবর । ট্রেনের নীচে আটকে রয়েছেন বহু যাত্রী । যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা । আহতদের হাসাপাতালে পাঠানো হচ্ছে । জোরকদমে চলছে উদ্ধারকাজ ।
আরও পড়ুন, Coromondel Express Accident : লাইনচ্যুত করমণ্ডলে ধাক্কা, হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেসও বেলাইন !
করমণ্ডল এক্সপ্রেসে রাজ্যের অনেকেই ভেলোড়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে খবর । শিশু-সহ অনেক বয়স্ক ব্যক্তি ছিলেন ট্রেনে । কী কারণে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে ।