তাপে পুড়ছে বিহার ও উত্তরপ্রদেশ। দুই রাজ্য মিলিয়ে গত বাহাত্তর ঘণ্টায় প্রাণ হারিয়েছেন মোট ৯৮ জন। এরমধ্যে শুধু উত্তরপ্রদেশেরই মারা গিয়েছেন ৫৪ জন। প্রায় চারশো বেশি মানুষ দুই রাজ্যের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে এখনও ভর্তি রয়েছেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বালিয়ার জেলা হাসপাতালে গত তিন দিনে গরমের জেরে শ্বাসকষ্ট এবং ব্রেনস্ট্রোকে বেশির ভাগ মানুষের প্রাণ গিয়েছে। মৃতের প্রত্যেকের বয়স ৬০-এর উপরে। গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০-এর উপরে। বিশেষ করে বালিয়ায় তাপমাত্রা ৪২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি।
গরম থেকে রেহাই পায়নি পড়শি বিহারও। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জন প্রাণ হারিয়েছেন বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। মৌসম ভবনের খবর, রাজ্যের ১৮টি জেলায় প্রবল তাপপ্রবাহ বইছে। শুধুমাত্র রাজধানীয় পাটনাতেই কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিন ধরেই পাটনার তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে।
মৌসম ভবনের খবর, আগামী কয়েকদিন এই দুই রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, আগামী ৪৮ ঘণ্টায় দুই রাজ্যের প্রায় প্রতিটি জেলায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এমনকী বেশ কিছু জেলায় কমলা সতর্কতায় জারি করা হয়েছে।