মাঠের মধ্যে তাঁর গতি এই বিশ্বকাপে সবার মন জিতেছে। এবার মাঠের বাইরেও তিনি হিরো। তিনি ভারতের স্পিডস্টার মহম্মদ শামি। উত্তরাখণ্ডের নৈনিতালের রাস্তায় এবার তিনি উদ্ধারকর্তা। তাঁর তৎপরতায় উদ্ধার করা হয় এক গাড়ির চালককে। সোশাল মিডিয়ায় সেই ছবি এখন ভাইরাল।
বিশ্বকাপ খেলে নৈনিতালে এখন ছুটি কাটাচ্ছেন শামি। রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন, রাস্তার পাশে একটি গাড়ি উল্টে গিয়েছে। নিজে গাড়ি থামিয়ে এগিয়ে যান, ওই চালককে উদ্ধার করতে। সফলও হন। এরপর নিজের সোশাল মিডিয়ার পেজে শামি লিখেছেন, ওই চালক ভাগ্যবান। তাঁকে উদ্ধার করা গিয়েছে। অক্ষত রয়েছেন। চোট খুব গুরুতর নয়।
শামির এই প্রয়াসকে কুর্নিশ করেছে তাঁর ভক্তরা। প্রশংসা করে অনেকে লিখেছেন, মাঠে যেমন তিনি রোহিতকে বাঁচিয়েছেন, তেমনি মাঠের বাইরে সাধারণ মানুষের ত্রাতা এখন মহম্মদ শামি।