বাড়িতে কাজ করতে আসা নাবালিকা পরিচারিকাকে মারধরের অভিযোগ। আর সেই কারণেই দিল্লির এক দম্পতিকে গণপিটুনি দিলেন স্থানীয় বাসিন্দারা। সেই ভিডিয়ো ভাইরাল (Delhi couple was beaten) হল ইন্টারনেটে। ইতিমধ্যেই ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
দিল্লির দ্বারকার বাসিন্দা ওই দম্পতি। স্ত্রী বিমানের পাইলট। স্বামীও বিমান পরিবহণের সঙ্গে যুক্ত। সম্প্রতি ১০ বছর বয়সী নাবালিকাকে পরিচারিকার কাজে নিয়োগ করা হয়। কয়েকদিন বাদে ওই নাবালিকার বাড়ি থেকে এক আত্মীয় তাকে দেখতে এলে তিনি নাবালিকার (Minor abused in Delhi) গায়ে চাকা চাকা দাগ লক্ষ করেন।
কী করে এমন হল তা জানতে চাইতেই কান্নায় ভেঙে পড়ে তাঁকে সব কথা জানায় ওই নাবালিকা। নাবালিকার ওই আত্মীয়ই তারপর পুলিশে খবর দেন। খবর দেন ওই নাবালিকার পাড়াতেও।
আরও পড়ুন: রক্তশূন্য ব্লাড ব্যাঙ্ক, চরম ভোগান্তির অভিযোগ বিষ্ণুপুর হাসপাতালে
পুলিশ আসার আগেই সকাল ৯টা নাগাদ অনেক লোকজন চলে আসেন দম্পতির বাড়ির সামনে। নীচে ডেকে পাঠানো হয় দম্পতিকে। এর পরেই দম্পতিকে বেধড়ক মারধর শুরু হয়।
ইতিমধ্যেই, পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করেছে। নাবালিকার কাউন্সেলিং-এর ব্যবস্থা করা হয়েছে।