ভবিষ্যত সুনিশ্চিত করতে অনেকেই একাধিক খাতে বিনিয়োগ করেন। শ্রমজীবীদের বিনিয়োগের সুবিধার্থে প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের। নাম শ্রমযোগী মন-ধন প্রকল্প (Shram Yogi Maan Dhan Scheme)। এটা কেন্দ্রের পেনশন প্রকল্প। যার মাধ্যমে ৬০ বছরের পর একটি পরিবার ৭২ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
২০১৯ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে বিবাহিত দম্পতিদের জন্য এই প্রকল্প চালু হয়েছিল। মাসিক ২০০ টাকা বিনিয়োগ করে এই প্রকল্পে ৭২ হাজার টাকা পেনশন পাওয়া যায়।
গৃহভিত্তিক শ্রমিক, মিড ডে মিল কর্মী, হেড লোডার, ইট ভাটা শ্রমিক, মুচি,রিকশাচালক, ভূমিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক। এই ধরনের অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু হয়। মাসিক ১৫ হাজার অথবা কম আয় করেন, তারা এই সরকারি প্রকল্পে বিনিয়োগের সুবিধা পাবেন।
বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। যারা আয়কর দেন, অথবা এনপিএস বা ইপিএফওর সুবিধা পান, তারা এই প্রকল্পের আওতায় পড়বেন না।
এই প্রকল্পে বিনিয়োগ করলে ৬০ বছরের পর ন্যূনতম মাসিক ৩ হাজার টাকা পেনশনের সুযোগ সুবিধা পাবেন। যদি পেনশন পেতে পেতে গ্রাহকের মৃত্যু হয়, তাহলে পরিবারের যোগ্য সদস্য প্রতিমাসে পেনশের অর্ধেক টাকা পাবেন।
নিকটবর্তী সিএসসি-তে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদনকারীর আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন: বিহারে বিজেপির ধাক্কা, গেরুয়া হাত ছেড়ে আরজেডি-কংগ্রেসের সঙ্গে নীতীশ কুমার
যদি ৩০ বছর বয়স থেকে স্বামী ও স্ত্রী প্রত্যেক মাসে ১০০ টাকা করে এই প্রকল্পে বিনিয়োগ করেন, তাহলে বছরে ওই পরিবারের মোট বিনিয়োগ হবে ২৪০০ টাকা। ৬০ বছর বয়স হলে একজনের মোট পেনশনের জন্য সঞ্চয় হবে ৩৬ হাজার টাকা। পরিবারের মোট পেনশন আসবে ৭২ হাজার টাকা।