ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া, "এটা মন ভাল করা সিদ্ধান্ত"।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার নেতাজি-ট্যাবলো বাতিল করা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপানউতরের আবহেই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপনে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিশাল মূর্তি স্থাপন করা হবে। যত দিন না ওই মূর্তি তৈরি হচ্ছে, তত দিন নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। রবিবার তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এই সিদ্ধান্ত ঘোষণার পরই এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় জার্মান নিবাসী অনিতা জানালেন ‘‘আমি এই সিদ্ধান্তে ভীষণ খুশি। তবে আরও আগে এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। কিন্তু কখনও না হওয়ার চেয়ে দেরিতে হওয়াই ভাল। আশা করি এ বার ট্যাবলো বিতর্ক নিয়েও আর বিশেষ কথা হবে না।’’