লোকসভা ভোট হতে আর এক বছরও বাকি নেই। সূত্রের খবর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে সংগঠনের রদবদল চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তারই মাঝে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে তলব করা হয়েছে দিল্লিতে।
জানা গিয়েছে রবিবার দিল্লিতে পৌঁছে যাচ্ছেন সুকান্ত মজুমদার। এবং সোমবার সকালেই যাবেন শুভেন্দু ও অমিতাভ। সূত্রের খবর সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের তিন শীর্ষ নেতাকে তলব করেছেন। সংগঠন নিয়ে বৈঠক করবেন তাঁরা। দিলীপ ঘোষও ওই বৈঠকে থাকতে পারেন বলে সূত্রের খবর।
রাজনৈতিক বিশ্লেষকদের মত, পঞ্চায়েত নির্বাচনে খুব একটা ভালো ফল করতে পারেনি বিজেপি। অন্যদিকে বিধানসভা থেকেও প্রায় ১৫ শতাংশ ভোট কম পড়েছে। ফলে আগামী লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত দিল্লি নেতৃত্ব। সেকারণে নতুন পরিকল্পনা করতেই শুভেন্দু, সুকান্তদের তলব করা হয়েছে বলে ধারণা।
Read More- BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে থানায় শুভেন্দু
এদিকে জল্পনা উঠছে, বিরোধী দলনেতার পাশাপাশি রাজ্য সভাপতির পদেও শুভেন্দুকে বসাতে চান অমিত শাহ। সেবিষয়েও কোনও আলোচনা হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।