সিকিমের বিপর্যয়ে (Sikkim Disaster) মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০। শনিবার আরও চারটি মৃতদেহ উদ্ধার হয়েছে। গত তিনদিন ধরে এই দুর্ঘটনায় ৬২ জন নিখোঁজকে উদ্ধার করা হয়েছে। এমনই জানিয়েছে সিকিমের সরকারি এজেন্সি (Sikkim Government)।
এখনও পর্যন্ত নিখোঁজ আছেন ৮১ জন। সিকিমের বিপর্যয় মোকাবিলা বাহিনী শনিবার জানিয়েছে, রবিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রশাসনিক আধিকারিক ও মন্ত্রীদের একটি দল। প্রাকৃতিক দুর্যোগে কতটা ক্ষয় ক্ষতি হয়েছে, তার হিসেব করা হবে।
আরও পড়ুন: হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি সিকিমে, মৃত এখনও পর্যন্ত ২৬, নিখোঁজ ১৪২
বুধবার মধ্যরাতে সিকিমের লোনক হ্রদ হিমবাহের চাপে ভেঙে পড়ে। সেই সেই জলপ্রবাহের তোড়ে ভেঙে যায় জাতীয় সড়ক। দেশ থেকে বিচ্ছিন্ন যায় সিকিমের যোগাযোগ।