উত্তর সিকিমে হড়পা বানে এখনও পর্যন্ত মৃত অন্তত ১৪ জন। সিকিম সরকার সূত্রের খবর, ২২ জন সেনা জওয়ান-সহ অন্তত ১২০ জন নিখোঁজ। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। একজন জওয়ানকে উদ্ধার করা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পাহাড়ি রাজ্যটির বিস্তীর্ণ অঞ্চল। বহু সেতু, বড় বড় বাড়ি ভেঙে গিয়েছে। রাস্তাঘাট জলমগ্ন। বসতি, রাস্তাঘাট, সেনাছাউনি কাদাস্রোতের তলায়। আটকে পড়েছেন বাংলার অন্তত দু'হাজার পর্যটক। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ফলে ফেরার পথও রুদ্ধ।
West Bengal Weather Update : বাংলায় কেন এত বৃষ্টি, কেন দুর্যোগ ? জানাল হাওয়া অফিস
উত্তর সিকিমের লোনাক হ্রদের উপর মেঘভাঙা বৃষ্টির জেরেই বির্পযয়। চুংথাম বাঁধ ভেঙে যাওয়াও অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে তিস্তার জলস্তর। পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গন জেলায় পরিস্থিতি শোচনীয়। আগামী ৮ সেপ্টেম্বর অবধি ওই সব জেলা স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।