প্রবল প্রাকৃতিক দুর্যোগে বেসামাল অবস্থা গ্যাংটক সহ সিকিমের বিস্তীর্ণ অঞ্চলের। বিপদসীমা অতিক্রম করে বইছে নদীগুলি। তার সঙ্গে আছে হড়পা বান এবং ধ্বস। আটকে রয়েছেন প্রায় ৩০০ পর্যটক। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে।
বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পেলিং এবং লাচুং-লাচেং। কলজ নদী ভাসিয়ে নিয়ে গিয়েছে দেনতামের সঙ্গে পেলিং ও ভালসিংয়ের সংযোগকারী রাস্তা। পশ্চিম সিকিমে ধ্বসের জন্য কমপক্ষে ১০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসনিক দফতর সহ অন্যান্য ইমারতের।
সোপাখা যাওয়ার রাস্তা সম্পূর্ণ সাফ হয়ে গিয়েছে। দু'টি সেতু ছিল। সেগুলি ভেঙে গিয়েছে। আবহাওয়া দফতর উত্তর পূর্ব ভারতে কমলা সতর্কতা জারি করেছে।