বুধবার সকাল থেকেই ভয়াবহ পরিস্থিতি সিকিমে। বৃহস্পতিবার সকালেও নামল বড়সড় ধস। ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ, বেশ কিছু অংশ তিস্তার গভীরে তলিয়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বান, জোড়া বিপর্যয়ের জেরে বিধ্বস্ত সিকিম। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। মৃত এবং নিখোঁজের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিকিম সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩ হাজার পর্যটক রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন।
Sikkim Flash flood: সকাল হতেই জলপাইগুড়ির তিস্তায় ভেসে আসছে একের পর এক দেহ
চুংথাং-সহ উত্তর সিকিমের বেশির ভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড পরিষেবা ব্যাহত হয়েছে। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গন জেলা। ভেসে গিয়েছে বহু সেতু। জলমগ্ন বাড়িঘর। পরিস্থিতি জরিপ করে আগামী ৮ অক্টোবর পর্যন্ত ওই সমস্ত এলাকায় স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে একাধিক জরুরি পরিষেবার নম্বর।