জেএনইউ-তে বামেদের দাপট অব্যাহত । এবিভিপিকে হারিয়ে চার আসনেই জয়ী হয়েছেন বাম ছাত্র সংগঠনের জোট প্রার্থীরা । তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ । ছাত্র সংসদের সহসভাপতি পদে জয় পেয়েছেন তিনি । এভিবিপির দীপিকা শর্মাকে ৯২৭ ভোটে হারিয়ে দিয়েছেন ।
জেএনইউ-র অভিজিৎ শিলিগুড়ির ছেলে । তাঁর বাবা সিপিএম-এর সক্রিয় কর্মী । অভিজিৎ স্নাতক পাশ করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় থেকে । তারপর স্নাতকত্তোরের পড়াশোনা শুরু জেএনইউতে । তারপর থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন । এখন সেখানে গবেষণা করছেন ।
উল্লেখ্য, প্রেসিডেন্ট পদে ৯২২ ভোটে জেতেন বাম প্রার্থী ধনঞ্জয় । তাঁর প্রাপ্ত ভোট ২,৫৯৮ । অন্যদিকে, একই পদে এবিভিপি-র উমেশচন্দ্র আজমেরা পেয়েছন ১৬৭৬ ভোট । সহ সভাপতি পদে ৯২৭ ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী অভিজিৎ ঘোষ। বাম প্রার্থী পেয়েছেন ২,৪০৯ ভোট ও এবিভিপির প্রার্থী দীপিকা শর্মার ঝুলিতে ১,৪৮২ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাম প্রার্থী প্রিয়ংশী আর্য পেয়েছেন ২,৮৮৭ ভোট । এবিভিপি প্রার্থী অর্জুন আনন্দকে তিনি ৯২৬ ভোটে হারিয়েছেন । অর্জুনের প্রাপ্ত ভোট ১৯৬১ । অন্যদিকে, যুগ্ম সম্পাদক পদে বাম প্রার্থী মহম্মদ সাজিদ জিতেছেন ৫০৮ ভোটে । এই পদে তাঁর প্রাপ্ত ভোট ২৫৭৪ । এবিভিপি প্রার্থী গোবিন্দ ডাঙ্গির ঝুলিতে আসে ২০৬৬ ভোট ।