ইজরায়েল-হামাসের যুদ্ধে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন । যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত । সম্প্রতি, গাজার একটি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে । এরপরই ভারতের তরফে আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে পালনের আহ্বান জানানো হয়েছে ।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আপনারা প্রধানমন্ত্রীর মন্তব্য, টুইট এবং বিবৃতি দেখেছেন। আমরা ইজরায়েলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছি । সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।"
গাজায় যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার সম্পর্কে বলতে গিয়ে বাগচি জানান, গাজার যা পরিস্থিতি, তাতে সেখান থেকে এই মুহূর্তে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা কঠিন । তবে, তাঁরা সুযোগ পেলে সেখান থেকে ভারতীয়দের বের করে আনবেন বলে আশ্বাস দিয়েছেন । তিনি আরও জানান, এখনও পর্যন্ত কোনও ভারতীয়ের হতাহতের খবর পাওয়া যায়নি । একজন মহিলা, যিনি আহত হয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন ।
৭ অক্টোবর থেকে জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় ইজরায়েলে প্রায় ১৪০০ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন ৩,৮০০ জন । প্রায় ২০০ জন হামাসকে অপহরণ করা হয়েছে ।