প্রায় ৬ লাখ আধার নম্বর বাতিল করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সংসদে বাদল অধিবেশনে এই তথ্য জানিয়েছেন বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
মন্ত্রী জানিয়েছেন,ভুয়ো আধার নম্বর সমস্যার মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ। আধার নম্বর ভুয়ো কি না তা যাচাই করার জন্য ‘ফেস অথিন্টিকেশন’ ফিচার চালু করা হয়েছে।
১. UIDAI ওয়েবসাইটে যান
২. সিলেক্ট করুন আধার ভেরিফাই অপশন
৩. ১২ ডিজিট আধার নম্বর বা ১৬ ডিজিট VID ইনপুট করুন
৪. তারপর স্ক্রিনে দেখানো ক্যাপচা সিকিউরিটি কোড টাইপ করুন
৫. এবার আপনার ফোনে ওটিপি আসবে
৬. আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে
৭. এবার আপনার স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে।
৮. আপনার আধার নম্বর বৈধ কিনা এই পেজে সেটা দেখতে পাবেন
৯. এই তথ্য ছাড়াও আধারে আপনার নাম, লিঙ্গ, বয়স সহ অন্যান্য তথ্য স্ক্রিনে দেখাবে
১০. এই তথ্যগুলি দেখানো হলে বুঝবেন আপনার আধার নম্বর বাতিল হয়নি
১১. যদি এমন কোনও তথ্য স্ক্রিনে না দেখানো হয় তাহলে বুঝবেন নম্বরটি বাতিল হয়েছে
১২. এছাড়া আপনার আধার কার্ডে থাকা QR কোড স্ক্যান করেও নম্বরটি বৈধ কিনা তা জানতে পারবেন