এবার আর শুধু চেয়ার কার নয়, বন্দেভারত এক্সপ্রেসে এবার স্লিপার ক্লাসের সুবিধাও পাবেন যাত্রীরা। নতুন পরিকল্পনা অনুযায়ী হাওড়া-দিল্লি রুটে চলবে ওই ট্রেন। এবং লোকসভা নির্বাচনের আগেই ওই ট্রেন চালু করা হতে পারে বলে মনে করছেন রেল আধিকারিকদের একাংশ।
কেমন হবে স্লিপার বন্দেভারতের কোচ?
জানা গিয়েছে, ইতিমধ্যে চেন্নাইয়ে ওই স্লিপার কোচ তৈরির কাজ চলছে। রাজধানী বা শতাব্দী থেকে সামান্য পরিবর্তন করা হবে। প্রতিটি কোচে তিনটি করে শৌচালয় থাকবে। মিনি প্যান্ট্রি কার রাখা হবে। এবং চেয়ার কারে প্রতিটি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব হবে।
রেলের অনেক আধিকারিক প্রাথমিকভাবে মনে করছেন, বন্দে ভারতের বাইরের কোনও অংশের মধ্যে পরিবর্তন করা হবে না। শুধুমাত্র অন্দর সজ্জার পরিবর্তন করা হতে পারে। এমনকি ইঞ্জিনও একই ব্যবহার করা হতে পারে।
কোন সংস্থা তৈরি করবে?
সংবাদ প্রতিদিন ডিজিট্যালে প্রকাশিত খবর অনুযায়ী, স্লিপার বন্দেভারত তৈরির জন্য রাশিয়ার একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতীয় রেল। তারা মোট ১২০টি বন্দে ভারতের স্লিপার রেক তৈরি করবে। এবং ৩৫ বছরের জন্য সেগুলি রক্ষণাবেক্ষণও করবে তারা।