আজ ৭৪ তম জাতীয় সেনা দিবস (National Army Day)। সারা দেশজুড়েই পালিত হচ্ছে দিনটি। যে দেশের নাগরিক আমরা, তার সেনাবাহিনী নিয়ে সব তথ্য কি জানি আমরা। আজ সেরকম কিছু তথ্য রইল আপনাদের জন্য।
৩০ লক্ষ সেনা নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনী সারা বিশ্বে চতুর্থ বৃহত্তম (4th largest military force)। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরেই।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ মিটার ওপরে (সিয়াচেন) আর কোনো দেশের ব্যাটলফিল্ড নেই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পনের ঘটনাটি ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর কাছেই। ১৯৭১ এর ভারত-পাক যুদ্ধে পাক সেনাবাহিনীকে ভারতের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল।
ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে প্রথম দিককার রেজিমেন্ট গুলোর একটি ছিল গোর্খা রেজিমেন্ট। অ্যাডলফ হিটলার পর্যন্ত এই রেজিমেন্টের দক্ষতার প্রশংসা করেছিলেন।