সুভাষ চন্দ্র বসুকে (Subhash Chandra Bose) বাঙালির এক চিরকালীন আবেগ। তাঁকে নিয়ে নানা গল্পকথা সময়ের সঙ্গে কার্যত মিথে পরিণত হয়েছে। আর সে সবের তলায় চাপা পড়ে গেছে নেতাজির রোমাঞ্চকর জীবনের কিছু আশ্চর্য তথ্য। সেসবেরই কয়েকটা আজ রইল দর্শক পাঠকদের জন্য।
১৯২১ থেকে ১৯৪১ সাল, প্রায় ২০ বছরের মধ্যে তিনি মোট ১১ বার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল।
আজাদ হিন্দ সরকারের নিজস্ব ব্যাঙ্ক ছিল। ১৯৪৩ সালে ব্যাঙ্কটি তৈরি হয়। সারা দেশ থেকেই ব্যাঙ্কটি তৈরির জন্য সমর্থন এসেছিল। আজাদ হিন্দ ব্যাঙ্কে (Azad Hind Bank) দশ টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত নোট ছাপানো হত। এক লক্ষ টাকার নোটে ছিল সুভাষ বোসের মুখ।
১৯৪২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে চালু হয় ‘আজাদ হিন্দ রেডিও’। ১৯৪৪ সালের ৬ জুলাই এই রেডিওতেই প্রথমবার মহাত্মা গান্ধীকে ‘জাতির জনক’ হিসাবে সম্বোধন করেছিলেন সুভাষ।
আরও পড়ুন, সুভাষময় বঙ্গ জীবন! বাঙালির প্রেমে এবং ফ্রেমে, নানা রঙে নেতাজি
১৯৪১ সালে ভারত থেকে আফগানিস্থানে প্রবেশের সময় ছদ্মবেশ নিয়েছিলেন সুভাষ। নাম ছিল মহম্মদ জিয়াউদ্দিন (Mohammad Jiuddin)। ইওরোপে প্রবেশ করার সময় নাম পালটে তিনিই হয়ে গেলেন অর্ল্যান্ডো মাজোত্তা (Orlando Mazzotta)। জাপানে থাকার সময় ফের নাম বদলে তিনি হয়ে যান মাতসুদা (Matsuda)।