ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা। হাই ভোল্টেজ এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন একঝাঁক তারকা। সস্ত্রীক রজনীকান্তও উপস্থিত রয়েছেন সেখানে। তারই মধ্যে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। ইউনিসেফ ইন্ডিয়ার কাজে তিনি বর্তামানে ভারতে রয়েছেন। সেকারণে বুধবার সারাদিন ওয়াংখেড়ের গ্যালারিতে দেখা গেছে তাঁকে।
জানা গিয়েছে, বেকহ্যামের জন্য একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন অভিনেত্রী সোনম কাপুর এবা তাঁর স্বামী আনন্দ আহুজা। বেকহ্যামের পাশাপাশি হাতে গোনা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। সেখানেই নৈশভোজ সারবেন ইংল্যান্ডের ওই প্রাক্তন ফুটবলার।
সোনমের স্বামী আনন্দ আহুজা লন্ডনের বড় শিল্পপতি। ফলে সেখানকার অভিজাত মহলের সঙ্গে তাঁর ওঠাবসা রয়েছেই। সেকারণে বেকহ্যাম ভারতে আসায় নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।