দিল্লি ফেরার পথে সনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিমানের জরুরি অবতরণ । মঙ্গলবার বেঙ্গালুরুর (Bengaluru) বৈঠক সেরে বিমানে দিল্লি ফিরছিলেন তাঁরা । জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তাঁদের বিমান (Sonia and Rahul Gandhi's Flight) ।
জানা গিয়েছে, ভোপালে জরুরি অবতরণ করে বিমানটি। সন্ধেবেলায় খারাপ আবহাওয়া থাকার দরুণ বিমানের জরুরি অবতরণ বলে খবর । ভোপাল থেকেই তাঁরা রাতের ফ্লাইটে দিল্লি যাবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন, Mamata Banerjee : মমতার নামকরণে ভারতীয় জোট রাজনীতিতে তৈরি হল INDIA
বেঙ্গালুরুতে দু'দিনের বৈঠক ছিল । সোমবার ছিল প্রাথমিক বৈঠক, সঙ্গে নৈশভোজ । মঙ্গলবার ছিল বিরোধীদের মহা বৈঠক । এক ছাতার তলায় আসে ২৬টি বিরোধী দল । বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা । তৈরি হয়েছে নতুন জোট 'INDIA' ।
রাহুল গান্ধী বলেন, ‘বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে এই লড়াই। এটা বিজেপি বনাম বিরোধীদের লড়াই নয়। দেশের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। এই লড়াই দেশের কণ্ঠস্বরের জন্য। সেই জন্য এই নাম বেছে নেওয়া হয়েছে । এই লড়াই এনডিএ বনাম ইন্ডিয়া ।'