রাহুল গান্ধী চাননি বলেই ২০০৪ সালে প্রধানমন্ত্রী হননি সনিয়া গান্ধী (Sonia Gandhi)। এক সাংবাদিকের লেখা সদ্যপ্রকাশিত একটি বইতে এই দাবি করা হয়েছে।
২০০৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ সনিয়ার নেতৃত্বে লড়ে সাফল্য পায় কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশ ধরেই নিয়েছিলেন প্রধানমন্ত্রী হবেন সনিয়া৷ কিন্তু ১৭ মে তারিখে সনিয়া জানান, অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন না। প্রধানমন্ত্রী হবেন মনমোহন সিং।
Rahul Gandhi: মোদী পদবি অবমাননার মামলা, এবার শাস্তি এড়াতে সুপ্রিম কোর্টে আবেদন রাহুল গান্ধীর
কেন সনিয়া প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেননি তা নিয়ে বহু জল্পনা কল্পনা রয়েছে। নটবর সিং এবং সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, সন্তানদের মুখ চেয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সনিয়া। এবার সেই তত্ত্বের সমর্থন মিলল।
সাংবাদিক নীরজা চৌধুরী তাঁর সদ্য প্রকাশিত ‘হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড’ বইতে লিখেছেন, ২০০৪-এর ১৭ মে বিকালে ১০ জনপথের বাংলোর একটি ঘরে বৈঠক করছিলেন মনমোহন সিং, নটবর সিং এবং গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সুমন দুবে। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। আচমকাই ঘরে ঢোকেন রাহুল গান্ধী। উত্তেজিত ভাবে মা সনিয়াকে রাহুল বলেন, তিনি যেন প্রধানমন্ত্রী না হন। রাহুল জানান, তিনি ঠাকুমা এবং বাবাকে হারিয়েছেন৷ মাকে হারাতে চান না। প্রিয়ঙ্কা দাদাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করেন।
নটবর সিংই তাঁকে এই ঘটনার বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছেন নীরজা। উল্লেখ্য, আগেরদিনই কংগ্রেস, বাম, আরজেডি, সমাজবাদী পার্টি সহ ইউপিএ জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সনিয়াই প্রধানমন্ত্রী হবেন। পরেরদিনই বদলে গিয়েছিল সেই সিদ্ধান্ত।