রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন তিনি। জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২ কোটি ৫৩ লক্ষ টাকা।
সোনিয়া মনোনয়ন দেওয়ার সময় জানিয়েছেন, ইতালিতে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে তাঁর শেয়ার ২৭ লক্ষ টাকার। এছাড়াও তাঁর কাছে রয়েছে ৮৮ কেজি রুপো, ১.২৬৭ কেজি সোনা ও গয়না। নয়াদিল্লির ডেরা মান্ডি গ্রামে ৩ বিঘা জমিও আছে সোনিয়ার। সাংসদ হিসেবে প্রাপ্ত বেতন, সত্ত্ব, এগুলিও উল্লেখ করা হয়েছে। কংগ্রেস নেত্রী জানিয়েছেন, নগদ অর্থ রয়েছে ৯০ হাজার টাকা।
আরও পড়ুন: আইএসএলে আজ নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি
২০১৯ সালে সোনিয়া গান্ধীর ঘোষিত সম্পত্তির মূল্য ছিল ১১ কোটি ৮২ লক্ষ টাকা।