গুজরাত এবং হিমাচল প্রদেশে ভোটযুদ্ধের পরের দিন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
টুইটে মোদি লেখেন, 'শ্রীমতি সনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।' প্রধানমন্ত্রী ছাড়াও কংগ্রেস সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
হিমাচলে বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ের পরে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। তবে, আপাতত দেশ জুড়ে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। আর তাতেই মনোনিবেশ করেছে গান্ধী পরিবার।
আরও পড়ুন- গুজরাতের রেকর্ডে কংগ্রেসকে খোঁচা, লোকসভার বাজনা বাজালেন মোদী
প্রাক্তন কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার রণথম্ভোরে পৌঁছেছেন। বর্তমানে সেখানেই রয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শুক্রবার সেখানেই পালন করা হবে তাঁর জন্মদিন।