রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার পরদিন একটি আবেগপ্রবণ চিঠি লিখলেন সনিয়া গান্ধী। রায়বরেলির ভোটারদের উদ্দেশে লিখলেন সেই চিঠি। যেখানে তিনি জানিয়েছেন, 'স্বাস্থ্য ও বয়সের কারণে তিনি এবারের ভোটে লড়তে পাচ্ছেন না'।
২০০৪ সালে উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে নির্বাচনে লড়ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। তিনি লেখেন, 'বয়স ও স্বাস্থ্যের কারণে আমি এবারের লোকসভা নির্বাচনে লড়তে পারব না। এর ফলে সরাসরি আমি আপনাদের হয়ে কাজ করতে পারব না। তবে, আমার হৃদয় সবসময়ই আপনাদের সকলের সঙ্গে থাকবে'।
১৯৯৯ সালে উত্তরপ্রদেশের অমেঠি থেকে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধী।
উল্লেখ্য, ইন্দিরা গান্ধীর পর গান্ধী পরিবারের দ্বিতীয় সদস্য হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন সনিয়া। ১৯৬৪ সালের অগস্ট থেকে ১৯৬৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন ইন্দিরা গান্ধী।