লোকসভায় এক যুগের পরিসমাপ্তি। বুধবার রাজ্যসভা থেকে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। জয়পুর আসন থেকে তাঁকে প্রার্থী করল কংগ্রেস।
ওই আসনে সনিয়ার জয় কার্যত নিশ্চিত। সংশ্লিষ্ট আসন থেকে রাজ্যসভার সাংসদ হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামী এপ্রিলে তাঁর ৬ বছরের মেয়াদ শেষ হবে। গান্ধী পরিবারে, ইন্দিরার পর সনিয়া দ্বিতীয়, যিনি রাজ্যসভায় যাচ্ছেন।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে পঞ্জাব সফরে মুখ্যমন্ত্রী, পুজো দিতে পারেন স্বর্ণমন্দিরে
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, "রাজস্থান থেকে সনিয়া গান্ধীর রাজ্যসভার প্রার্থী হওয়ার ঘোষণাকে স্বাগত।"