রাজ্যসভার ভোটে জয় পেলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি। এই প্রথমবার তিনি রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ছাড়াও BJP-র চুন্নিলাল গারসিয়া এবং মদন রাঠৌরও জয়ী হয়েছেন।
আর কে কে জয়ী পেয়েছেন?
সনিয়া গান্ধি ছাড়াও রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও গুজরাত থেকে নির্বাচিত হয়েছেন গোবিন্দভাই ঢোলাকিয়া, মায়াঙ্কভাই নায়েক এবং যশবন্তসিন পারমার।
চলতি বছরের এপ্রিল মাসে ৫৬ জন রাজ্যসভার সদস্য অবসর নেবেন। তারমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ থেকেও পাঁচ সাংসদ যাবেন রাজ্যসভায়। এদিকে রাজস্থান থেকে কোনও দল বাড়তি প্রার্থী না দেওয়ায় ২৭ ফেব্রুয়ারি ভোটাভুটি হচ্ছে না রাজস্থানে।