বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়লে এবার কড়া সাজা। অভিযুক্তদের ৫ বছরের জন্য জেলে পাঠানো হবে। মঙ্গলবার এই সতর্কবার্তা দক্ষিণ-মধ্য রেলের। এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনায় যাতে প্রশ্রয় না দেওয়া হয়, তারও আবেদন করেছে রেল।
তেলাঙ্গানার একাধিক জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। সেই পরিপ্রেক্ষিতেই কঠোর পদক্ষেপ রেলের। রেল সূত্রে খবর, কাজিপেট, খাম্মাম, ভঙ্গির, একাধিক শাখায় বেশ কয়েকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চলতি বছর জানুয়ারিতে বন্দে ভারতে মোট ৯বার হামলা হয়েছে। রেলের আইনের ১৫২ নম্বর ধারায় এই ধরনের অপরাধকে চিহ্নিত করা হয়েছে। জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। আরপিএফ সূত্রে খবর, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
২০১৯ সালে ফেব্রুয়ারিতে বন্দে ভারত উদ্বোধন হয়। দিল্লি থেকে বারাণসি, এই ট্রেনেও পাথর পড়েছিল। সম্প্রতি এই রাজ্যেও বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। তাতেও পাথর ছোড়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়েও।