সংসদ ভবনের দুই যুবকের ঢুকে পড়ার ঘটনায় চিন্তার কারণ নেই বলে জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এমনকি দিল্লি পুলিশকেও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার অন্দরে ঢুকে পড়েন দুই যুবক। এবং তাঁরা রং বোমা ফাটাতে শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।
এবিষয়ে ওম বিড়লা বলেন, "লোকসভার অধিবেশন চলাকালীন জিরো আওয়ারে যে ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে। দিল্লি পুলিশকেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে ওই দুই যুবকের হাতে ধোঁয়ার মতো কোনও বস্তু ছিল। চিন্তার কোনও কারণ নেই।"