আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতে বসতে চলেছে জি ২০ সামিটের আসর। নানা রাজনৈতিক আলোচনা যেমন হবে, তেমনই রাষ্ট্রপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের আতিথেয়তার আয়োজনও থাকছে এলাহি। জয়পুর হাউসে থাকছে মধ্যাহ্নভোজনের এলাহি আয়োজন।
মেনুকে স্বাস্থ্যকর করে তুলতে পাতে থাকছে মিলেটের নানা উপাদেয় পদ। রাষ্ট্রপ্রধানদের সব আলোচনাই হবে গুরুগম্ভীর, কেজো। সেই সময়টুকু ভারতীয় সংস্কৃতির নানা দিক সম্পর্কে অবহিত হতে পারবেন রাষ্ট্রপ্রধানদের সঙ্গীরা, থাকছে নানা প্রদর্শণীর ব্যবস্থা। দেশের সংস্কৃতিমন্ত্রকের তরফে করা হয়েছে দারুণ সব আয়োজন।
G 20 Summit-Natu Natu: জি ২০-এর মঞ্চে বাজল 'নাটু নাটু', পা মেলালেন রাম চরণ